Logo

আন্তর্জাতিক    >>   কাশ্মীরে হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.ইউনূসের নিন্দা

কাশ্মীরে হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.ইউনূসের নিন্দা

কাশ্মীরে হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.ইউনূসের নিন্দা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পক্ষ থেকে এক বার্তায় লেখা হয়েছে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই।

মোহাম্মদ ইউনূস তার বার্তায় ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়া এক্স-এ এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করে বাংলাদেশ, যে ঘটনার ফলে নিরীহ নাগরিকদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে" প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পর্যটক।খবর বিবিসির